×

আন্তর্জাতিক

প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে মাহিন্দা রাজাপাকসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ০৩:৫০ পিএম

প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে মাহিন্দা রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার পদত্যাগপত্র জমা দেয়ার পর মঙ্গলবার (১০ মে) গণবিক্ষোভের মুখে সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়েন তিনি।

দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এরই মধ্যে মাহিন্দার পৈতৃক বাসভবনে আগুন দিয়েছেন। সহিংসতায় শ্রীলঙ্কার এমপিসহ আটজন নিহত হয়েছেন বলে খবর এসেছে। এমতাবস্থায় দেশটির রাজধানী কলম্বো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিকে মাহিন্দা রাজাপাকসেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন শ্রীলঙ্কার বিরোধীরা। সহিংসতায় উসকানি এবং সোমবার সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App