×

অর্থনীতি

তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৭:৪২ পিএম

তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার

তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম

তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার

তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম

করোনা পরবর্তী বিশ্বে টেকসই তৈরি পোশাক শিল্প নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার ১০ মে ঢাকায় দেশীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারক, ক্রেতা, শিল্প মালিক ও ফ্যাশন ক্যাম্পেইনারদের এক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০টিরও বেশি দেশ থেকে ৫০ জনের অধিক বক্তা ও ২০টি সবুজ টেকনোলজির প্রদর্শক তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম নামের এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডা. আহমদ কায়কাউস, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামাজিক অর্থনীতি ও সৃজনশীল শিল্প ইউনিটের প্রধান আন্না এথানা সোপোউলাসহ আরও অনেকে।

সম্মেলনে পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তন ঠেকাতে কার্যকরী ব্যবস্থা, পরিবেশ, সামাজিক ও সুশাসনগত বিষয় ও সবুজ অর্থনীতি, পারসেসিং প্র্যাকটিস, ডিউ ডিলিজেন্স ও লেজিসলেশন এবং সার্কুলার অর্থনীতির ওপর পাঁচটি প্যানেল আলোচনার করা হবে। এছাড়াও উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান থাকবে।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এবারের সাসটেইনেবল অ্যাপারেল ফোরামে আমরা সারাবিশ্ব থেকে পোশাক শিল্পের অংশীজনদের একই ছাদের নিছে নিয়ে আসছি। যাতে করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা আরও টেকসই হয়। তিনি বলেন, করোনা পরবর্তী বিশ্ব সম্পূর্ণ আলাদা। করোনা মহামারিতে বিশ্বের যে কয়টি শিল্পের সাপ্লাই চেইন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে তৈরি পোশাক অন্যতম। তৃতীয় সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের মূল লক্ষ্য হলো করোনা থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে একটি টেকসই পোশাক শিল্প গড়ে তোলা, যেখানে সবাই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস এবারের সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের টাইটেল স্পন্সর করছে। প্যাসিফিক জিন্স, কোটন ইউএসএ এবং কেডিএস থাকছে প্লাটিনাম স্পন্সর হিসেবে। লাউডেস ফাউন্ডেশন, হিগ এবং এইচঅ্যান্ডএম গোল্ড স্পন্সর। অন্যদিকে বেটার ওয়ার্ক বাংলাদেশ ও প্রাইম ব্যাংক সিলভার স্পন্সর এবং বিকাশ, ব্র্যাক, প্যাসিফিক অ্যাসোসিয়েটস ও রহিম আফরোজ ইভেন্টটির ব্রোঞ্জ স্পন্সর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App