×

খেলা

হ্যাটট্রিকেও শেষ রক্ষা হলো না মোহামেডানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২২, ১০:০৪ পিএম

হ্যাটট্রিকেও শেষ রক্ষা হলো না মোহামেডানের

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে হতাশ মোহামেডানের খেলোয়াড়রা- ভোরের কাগজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবলের এই আসরে কোনোভাবেই ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। প্রথম লেগ শেষে দ্বিতীয় লেগেও একই পথে হাঁটছে সাদা-কালো জার্সিধারীরা। এ পর্যন্ত ১৪ ম্যাচের ৭ ম্যাচেই পয়েন্ট ড্র করেছে তারা। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেলেও তিন ম্যাচে করেছে ড্র। রবিবার কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ছয় গোলের ম্যাচেও ড্র করেছেন তারা। মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেছেন সুলেমান দিয়াবাতে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে তাদের ১৪তম ম্যাচ। ১৪ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। অপরদিকে সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়াসংঘকে ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। জোড়া গোল করেছেন মোস্তাফা কাহরাবা। ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বারিধারা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানিতে স্বাধীনতা ক্রীড়াসংঘ। ম্যাচের শুরুতেই রবিবার দিয়াবাতের গোলে লিড পেয়ে যায় মোহামেডান। দ্বিতীয় মিনিটে বাম প্রান্ত থেকে সতীর্থের মাপা ক্রসবক্সের ভেতর থেকে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন তিনি। শুরুতে মোহামেডান এগিয়ে গেলেও পরপর দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। ১৩ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। মাঝমাঠের সামনে থেকে সোহেল রানার তুলে দেয়া বল বক্সের বাম দিক থেকে কেহিন্দা ঈসা হেডে গোলমুখে পাঠালে সেখানে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন সাখাওয়াত হোসেন রনি। ২৩ মিনিটে সাখাওয়াত হোসেন রনির গোলে ব্যবধান বাড়ায় চট্টগ্রাম আবাহনী। পিটার থ্যাংকগডের থ্রু পাস ধরে বক্সের কোনাকুনি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার। এক গোলে পিছিয়ে থেকে বিরিত থেকে ফেরার পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি নিয়ে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে মোহামেডানের ফুটবলাররা। বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে আবাহনীর এক ফুটবলার, বক্সের ভেতরে তাকে ফেলে দেন ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানান সাদা-কালো জার্সিধারীরা। একপর্যায়ে মাঠ ছেড়ে বাইরে চলে যায় মোহামেডানের ফুটবলাররা। কোচিং প্যানেলের সঙ্গে কথা বলে কিছুক্ষণ পরই আবারো মাঠে ফিরে আসেন তারা। তবে শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। এই পেনাল্টি থেকে স্পট কিকে আবাহনীকে এগিয়ে নেন পিটার থ্যাংকগড। ৩-১ গোলে এগিয়ে যায় তারা। এরপর ৬৩ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন দিয়াবাতে। তবে পাঁচ মিনিট পরই দিয়াবাতের গোলে ব্যবধান ৩-২ করে মোহামেডান। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেও প্রায় হারতে বসেছিল তারা। কিন্তু ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে নাটকীয়তার জন্ম দিয়ে হ্যাটট্রিক পূরণ করে মোহামেডানকে রক্ষা করেন দিয়াবাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App