×

জাতীয়

নিউমার্কেটে সংঘর্ষের ২০ দিন পর বিএনপির তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৯:০০ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ২০ দিন পর ঘটনার নিরপেক্ষ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহবায়ক ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক জেলা দায়রা জজ ইকতেদার আহমেদকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী’র সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আহত কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ ও নিউ সুপারমার্কেটের দোকানকর্মী মুরসালিন হাসপাতালে মারা যান। সংঘর্ষে জড়ানো দুই পক্ষ এবং সাংবাদিক ও আইনশৃঙ্খলা দুই শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এ সংঘর্ষের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App