×

আন্তর্জাতিক

ইউক্রেনে স্কুলে রাশিয়ার বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৪:০৬ পিএম

ইউক্রেনে স্কুলে রাশিয়ার বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

ইউক্রেন ও পশ্চিমাদের অভিযোগ বেসামরিক লোকদের টার্গেট করছে রাশিয়া, তবে অভিযোগ অস্বীকার করছে মস্কো

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলার ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। সেখানে রুশ সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনীয় বাহিনী। লুহানস্ক আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, বিলোহোরিভকায় স্কুলের ধ্বংসস্তূপের নিচে অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই স্কুলের ভবনে অন্তত ৯০ জন আশ্রয় নিয়েছিল। তার মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ৩০ জনের মধ্যে সাতজন আহত অবস্থায় রয়েছে।

সেরহি গাইদাই বলেন, রুশ বিমান থেকে স্থানীয় সময় শনিবার সেখানে বোমা ফেলা হয়েছে।

তবে তার সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App