×

জাতীয়

বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে ৩৮ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২, ০৫:৫৫ পিএম

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে প্রতি লিটারে বোতল সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়।

এর ফলে দেশের বাজারে আবার বাড়ল সয়াবিন তেলের দাম। বৃহস্পতিবার (৫ মে) সংস্থাটির পক্ষ থেকে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়।

এছাড়া, খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার পরিশোধিত খোলা পাম সুপার তেলের দাম ১৩৩ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭২ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App