×

খেলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অগ্রগতি বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২২, ০২:৫৩ পিএম

গত এক বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। যার সুবাদে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে আগের অবস্থানেই আছে তারা। এদিকে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।

দুই নম্বরে আছে ইংল্যান্ড এবং তিনে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে চারে উঠেছে। আর টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে। নিউজিল্যান্ড দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে। আর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্থান ধরে রেখে র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছে সাতে। আর এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান আটে। এরপর আছে শ্রীলঙ্কা এবং দশে আফগানিস্তান।

এদিকে তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগাররা ছিল অপ্রতিরোধ্য। একের পর এক সাফল্য ধরা দিয়েছে তাদের। কিন্তু বার্ষিক হালনাগাদে আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অনেক দিন ধরেই ৭ নম্বরে আছে বাংলাদেশ। সম্প্রতি কয়েক দিনের জন্য ৬ নম্বরে উঠেছিল টাইগাররা, কিন্তু আবারো ফিরে যেতে হয় পুরনো স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App