×

আন্তর্জাতিক

ওডেসা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২২, ০৯:১৯ এএম

ওডেসা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস

রবিবার ওডেসা শহরের বিমানবন্দরের রানওয়ে ধ্বংস করে রুশ বাহিনী। ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসার প্রধান বিমানবন্দরের রানওয়ে ধ্বংস করেছে রুশ বাহিনী। রবিবার (১ মে) আল জাজিরা জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় এ খবর উল্লেখ করেছেন। তিনি বলেন, কৃষ্ণসাগরের বন্দরের জন্য শহরটি আমাদের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান ছিলো। এটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি।

এদিকে ওডেসার বিভাগীয় কর্মকর্তারা জানান, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানবন্দরের রানওয়ে ধ্বংস সাধন করা হয়েছে।

শহরটির গভর্নর ম্যাক্সিম মার্চেনকো বলেন, হামলার জন্য রুশ বাহিনী বেসশন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ওডেসা শহরের মেয়র গেনাদি ট্রুখানভ বলেন, বিমানবন্দরের রানওয়ের নকশা তৈরিতে আমাদের ১০ বছর সময় লেগেছিল। গত বছরের জুলাইয়ে যা উন্মুক্ত করা হয়।

এ বিষয়ে এখনও পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App