×

আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের হুমকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২২, ০৮:৪৭ পিএম

ইমরান খানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের হুমকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ফাইল ছবি

ইমরান খানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের হুমকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের সদ্যসাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ছবি: ভোরের কাগজ

ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধি দলের সৌদি আরব সফরকালে মসজিদে নববীতে গুণ্ডামি এবং স্লোগানের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।

রবিবার (১ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এসময় ইমরান খানকে ‘ফিতনা’ বলে আখ্যা দেয়া হয়। খবর জিও টিভির।

ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে দাখিল হওয়া মামলার বরাত দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নবীজীর রওজা মোবারকের পবিত্রতা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে মামলা না করার কোনো যৌক্তিকতা নেই। কোনোভাবেই তাদের ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মদিনার মসজিদে নববী সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের লক্ষ্য করে স্লোগান দেয় পাকিস্তানিরা। এসময় শাহবাজকে ‘চোর’ বলেও স্লোগান দেয়া হয়। এ ঘটনায় মদিনা পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App