×

জাতীয়

শাহজালালে বিমানের ময়লার ব্যাগে ৮ কেজি স্বর্ণ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৫:৫৯ পিএম

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ময়লার ব্যাগ থেকে স্বর্ণ বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৮ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা।

শনিবার (৩০ এপ্রিল) বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ শাখা এসব স্বর্ণ উদ্ধার করে।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটেভ) সানোয়ারুল কবীর গণমাধ্যমকে বলেন, সকালে বিমানবন্দরে আসা ফ্লাইটের ভেতরে ময়লা ফেলার পলিথিন থেকে ৭০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App