×

খেলা

টেনিস তারকা বেকারের আড়াই বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১১:১৩ এএম

টেনিস তারকা বেকারের আড়াই বছরের কারাদণ্ড

জার্মান টেনিস তারকা বরিস বেকার

করফাঁকিসহ চারটি অভিযোগে জার্মান টেনিস তারকা বরিস বেকারকে আড়াই বছরের জন্য কারাদণ্ডাদেশ দিয়েছেন লন্ডনের একটি আদালত। শুক্রবার (৩০ এপ্রিল) বেকারের উদ্দেশ্যে বিচারক বলেন, আপনাকে সতর্ক করার পরও আপনি বিষয়টি আমলে নেননি। তাই আপনাকে আড়াই বছরের কারাদণ্ড পেতে হচ্ছে।

৫৪ বছর বয়সী এই জার্মান টেনিস তারকার বিরুদ্ধে আনা অভিযোগ হলো সাড়ে তিন লাখ পাউন্ড সাবেক স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রাখা, উইম্বলডন ট্রফি, জার্মানিতে বহু স্থাবর সম্পত্তি এবং লন্ডনের একটি ফ্ল্যাটের তথ্য গোপন রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। খবর বিবিসি ও আল জাজিরার।

উল্লেখ্য, ২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন এই টেনিস তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App