×

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দলে মোসাদ্দেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১০:৪১ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দলে মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন সৈকত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুদলের এ সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ১৬ সদস্যের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে সেই ১৬ জনের সঙ্গে আরেকটি নাম যুক্ত করেছে বোর্ড। শুক্রবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও থাকবেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে। তিনি সব শেষে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২০১৯ সালের সেপ্টেম্বরে সাদা পোশাকে খেলেছিলেন। প্রায় আড়াই বছর পর ডাক পেয়েছেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পুরস্কার পেলেন এ অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান সংগ্রাহকের তালিকায় মোসাদ্দেক আছেন তৃতীয় স্থানে। ১৫ ম্যাচে ৬৫৮ রান করেন আবাহনীর এ অধিনায়ক। যদিও তার নেতৃত্বে এবার চ্যাম্পিয়ন-রানার্সআপ কোনোটাই হতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ৭টি হাফ সেঞ্চুরিতে ৪৭ গড়ে এই রান করেন মোসাদ্দেক। সর্বোচ্চ করেছেন ৮৮ রান। ৪ মেরেছেন ৫৩টি আর ছয় ২৯টি। বছরের শুরুতে তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল জোনে চ্যাম্পিয়ন হয়।

এদিকে আঙুলের চোটে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ছিটকে গিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। ডিপিএলে খেলার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েন মিরাজ। তবে মোসাদ্দেক ও নাঈমের মধ্যে কে মিরাজের জায়গায় খেলবেন, সেই সিদ্ধান্ত নেয়া হবে প্রস্তুতি ক্যাম্পের ওপর। সেখানে দুজন কেমন করে, কী অবস্থায় আছে সেটা দেখে সিদ্ধান্ত নেবে বোর্ড।

এছাড়া ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। কলম্বোতে সাদা পোশাকে নিজের প্রথম ইনিংসে ৭৫ রান করেছিলেন তিনি। তবে বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। ৪০টি ওয়ানডে ও ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মোসাদ্দেক টেস্ট খেলেছেন ৩টি। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালে। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করে চলেছেন এ অলরাউন্ডার।

প্রথম টেস্টের বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App