রাজধানী থেকে ঘরমুখো অনেকেই মোটরসাইকেলে ঈদযাত্রা করছেন। এর ফলে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল জটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কয়েক শো আরোহী মোটরসাইকেল নিয়ে টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে এ অবস্থার সৃষ্টি হয়। চতুর্দিকে বাজছে মোটরসাইকেলের হর্ন।
ভিডিওটি দেখে পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী গোলাম মোস্তফা মন্তব্য করেন, বঙ্গবন্ধু সেতু হয়ে আর বাড়ি যেতে ইচ্ছা করে না।
আবার হাইওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধের পরামর্শও দিয়েছেন অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।