ইউক্রেনের রুশ অধিকৃত খেরসন শহরে এক বিস্ফোরণে একটি রুশ টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে। যদিও এখন তা সচল রয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাশিয়া ও ইউক্রেনের গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় অনলাইন পোর্টাল ইউক্রেন্সকা প্রাভডারের ভাষ্য, খেরসনে বিস্ফোরণের কারণে রুশ টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির খবরে বলা হয়, গত সপ্তাহে রুশ টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার চালু হয়। এরপর খেরসনে বিস্ফোরণের ফলে সম্প্রচার সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।