×

আন্তর্জাতিক

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস বন্ধের ঘোষণা রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১০:০৯ এএম

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস বন্ধের ঘোষণা রাশিয়ার

গ্যাস। ফাইল ছবি

পোল্যান্ড এবং বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে ক্রেমলিন। রুশ জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, বুধবার থেকে এই দুই দেশে গ্যাস সরবরাহ করা হবে না।

এ বিষয়ে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি এক বিবৃতিতে বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল আটটা থেকে গ্যাস দেয়া হবে না বলে তাদের জানানো হয়েছে। বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ও একই কথা উল্লেখ করেছে। খবর বিবিসির।

সম্প্রতি রাশিয়া ঘোষণা দিয়েছে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে। তা না হলে তাদের গ্যাস সরবরাহ করা হবে না। পোল্যান্ড ও বুলগেরিয়া ওই শর্ত মানতে অসম্মতি জানায়। এরপর পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App