×

জাতীয়

ঈদযাত্রীদের দুর্ভোগ হ্রাসে পদ্মা সেতুর নিচ দিয়ে রাতে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১১:১৫ পিএম

ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে পদ্মা সেতুর নিচ দিয়ে দীর্ঘ আট মাস পর রাতে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে ওই নৌপথে পাঁচটি ফেরি চলাচল শুরু হয়।  আগামী ৮ মে পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত থাকবে। একই সময় জাজিরা-শিমুলিয়া নৌপথে রাতে একটি ফেরি চলবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীতে পানি ও স্রোত বাড়লে রাতে ফেরি বন্ধ রাখা হবে। তখন বিকল্প হিসেবে জাজিরার সাত্তার মাদবর, মঙ্গলমাঝির ঘাট চালু রাখা হবে।

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার পর গত বছরের আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর নভেম্বর থেকে দিনে ফেরি চললেও রাতে বন্ধ ছিল।

বিআইডব্লিউটিএও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, সেতু বিভাগ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, মাদারীপুর ও মুন্সিগঞ্জের স্থানীয় প্রশাসন যৌথ সভা করে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে রাতে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App