×

আন্তর্জাতিক

আবারও রাশিয়ার দখলে ইউক্রেনের খেরসন শহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১১:৪০ এএম

আবারও রাশিয়ার দখলে ইউক্রেনের খেরসন শহর

রুশ সেনা

আবারও খেরসন শহর দখলে নিয়েছে রাশিয়া। বুধবার (২৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২১ সালের ২৭ অক্টোবর হেন্নাদি লাহুতাকে খেরসনের গভর্নর নিযুক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে দেয়া এক পোস্টে গভর্নর বলেন, মঙ্গলবার রুশ দখলদাররা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নেয়। পরে সেখান থেকে তারা ইউক্রেনের সব প্রতীক ও চিহ্ন সরিয়ে নিজস্ব রক্ষীদের নিযুক্ত করে রুশ সেনারা।

এদিকে খেরসন শহরের মেয়র ইহোল কোলিকায়েভ বলেছেন, তিনি রাশিয়ার সামরিক বাহিনীর নিযুক্ত নতুন প্রশাসনকে সহযোগিতা করতে অস্বীকার করেছেন। ফেসবুকে এক বার্তায় তিনি বলেন, আমি খেরসনেই অবস্থান করছি এবং ১৮ মাস আগে আমাকে শহর পরিচালনার দায়িত্ব দেয়া হয়। এ মুহূর্তে আমি খেরসনের বাসিন্দাদের সঙ্গেই আছি।

খেরসন শহরটি পুরোটুকু দখলের মধ্য দিয়ে রাশিয়ার বড় ধরনের বিজয় অর্জিত হলো। এখন এ শহরে রুশ সেনাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নির্মিত হবে। পর্যবেক্ষকরা বলছেন, এর মাধ্যমে ইউক্রেনীয় শহর ওডেসার সঙ্গে যোগাযোগ স্থাপনে সুবিধা পাবে রাশিয়া।

এর আগে গত ৩ মার্চ শহরটি দখল করে নেয় দেশটির সেনা। তবে কিছুদিনের মধ্যেই এ শহর পুনর্দখলে সমর্থ হয় ইউক্রেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App