×

সারাদেশ

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেল হালির হাওর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৫৬ এএম

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেল হালির হাওর

সোমবার সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে ‘হালির হাওরের’ ফসল। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করে।

তখন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার ফেসবুক লাইভে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না, আমাদের সব চেষ্টা বিফলে গেল। হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে। একই সঙ্গে আশপাশের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।

কৃষকরা জানান, হালির হাওরের ৭১ কিলোমিটার বাঁধের মধ্যে ১০টির অধিক ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে। এর মধ্যে একটি হিজলার বাঁধ। এই হাওরে ৫৮৫৬ হেক্টর জমিতে ধান রয়েছে।

তবে এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App