×

খেলা

লঙ্কা সিরিজের আগে রানে ফিরলেন তামিম-সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১০:০১ পিএম

লঙ্কা সিরিজের আগে রানে ফিরলেন তামিম-সাকিব

ঘরোয়া লিগে মঙ্গলবার ২১ বলে ফিফটি পূর্ণ করেন সাকিব আল হাসান

লঙ্কা সিরিজের আগে রানে ফিরলেন তামিম-সাকিব

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মঙ্গলবার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ সেঞ্চুরি হাঁকানোর দিনে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন টাইগার ওপেনার তামিম ইকবাল

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। টাইগারদের বিপক্ষে লঙ্কানদের টেস্ট জয়ের রেকর্ড বেশ সমৃদ্ধ। পরিসংখ্যানে সিংহলিজরা এগিয়ে থাকলেও এ মুহূর্তে লাল-সবুজের প্রতিনিধিরা ঘরের মাঠে অপ্রতিরোধ্য। এ বছর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে কিউইদের হারের স্বাদ দিয়েছে মুমিনুল বাহিনী। ঈদের পর বাংলাদেশে পৌঁছে বিকেএসপিতে ২ দিনে প্রস্তুতি ম্যাচ খেলার পর লঙ্কানরা চট্টগ্রাম যাবে। ১৫ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টেস্ট শেষে দুই দলই চলে আসবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে। গত ১৮ এপ্রিল টাইগারদের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দিমুথ করুণারত্নেকে অধিনায়ক ঘোষণা করে সাদা পোশাকের এই দলকে বাংলাদেশে পাঠাবে এসএলসি। দল ঘোষণা করে ফেললেও তাদের অপেক্ষা করতে হচ্ছে ক্রীড়ামন্ত্রীর অনুমতির জন্য। লংকানদের দল ঘোষণার পাঁচদিন পর গত ২৪ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সিরিজের আগে মঙ্গলবার ঘরোয়া লিগে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটে রানের ঝিলিক দেখা গিয়েছে। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তামিম ইকবালও। মাঠে নেমে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮১ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে দুইটি কীর্তি গড়েন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ সেঞ্চুরি হাঁকানোর মাইলফলকে পৌঁছান তামিম ইকবাল। এদিন তিনি গড়েন আরও একটি কীর্তি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান পেরিয়ে যান টাইগার ওপেনার।

৯৭ রান পেছনে থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। ধীরগতির শুরু করে ৫৭ বলে ফিফটি তিন। এরপর গতি বাড়ান তিনি। ঝড়ো ব্যাটিংয়ে পরের ফিফটি করতে লাগে মাত্র ২১ বল। ৭৮ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। আর ২০ সেঞ্চুরি আর ১০ হাজার রানেও পা রাখেন দেশসেরা এই ওপেনার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ডে তামিমের পরে অবস্থান করছেন ১৫ সেঞ্চুরি সংগ্রহ করা এনামুল হক বিজয়। মঙ্গলবার প্রাইম ব্যাংকের হয়ে তামিমের সঙ্গে ওপেনিং করেন তিনি। এ দুইজনের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি মুশফিকুর রহিমে। ১৩ সেঞ্চুরি নিয়ে তিনি আছেন তালিকার তিনে, ১২ সেঞ্চুরিতে যৌথভাবে চারে নাঈম ইসলাম ও লিটন কুমার দাস। পঞ্চম সর্বোচ্চ ১১ সেঞ্চুরি যৌথভাবে মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসের।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে গতকাল ১৪ বলে ৩৯ রান করেন সাকিব আল হাসান। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ড গড়তে তারপর ৪ বলে ১১ রান প্রয়োজন ছিল তার। রেকর্ড শেষ পর্যন্ত গড়া হয়নি সাকিবের। তবে ইনিংসটা মনে রাখার মতোই। ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটা তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে সাকিবের দল লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে দলটি গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামলে সাকিব ব্যাট হাতে নামেন পাঁচ নম্বরে। ওয়ানডে ফরম্যাটে অনেকদিন ধরে তিনে ব্যাটিং করছেন সাকিব। তবে মঙ্গলবার পাঁচে নেমে বুঝালেন এই পজিশনেও কতটা কার্যকরী তিনি।

মুখোমুখি পঞ্চম বলে বাউন্ডারি মেরেছেন। তারপর ইনিংসের ৩৯তম ওভারে স্পিনার রাকিবুল আতিকের ছয় বল থেকে ২০ রান তুলে ফেলেন সাকিব। শেষ পর্যন্ত ২১ বলে ফিফটি পূর্ণ করে ফিরেছেন ৫৯ রান করে। তার ইনিংসে চারের মার ৬টি, ছক্কা ৩টি। আজকের ফিফটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ হলো সাকিবের।

[caption id="attachment_346695" align="aligncenter" width="725"] বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মঙ্গলবার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ সেঞ্চুরি হাঁকানোর দিনে দেশের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন টাইগার ওপেনার তামিম ইকবাল[/caption]

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ফরহাদ রেজার। ২০১৯ সালে মিরপুরে মাত্র ১৯ বলে ফিফটি করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। ২০০৭ সালে নাজমুল হোসেন মিলন ২০ বলে ফিফটি করেছিলেন। আজ সাকিব ফিফটি করেছেন ২১ বলে।

সাকিবের বিধ্বংসী ফিফটি এবং সাব্বির রহমানের ৮৫ বলে ৯০ রানের ওপর ভর করে প্রথমে ব্যটিং করে ২৯৩ রানের বড় সংগ্রহ গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার আছেন ফর্মের তুঙ্গে। প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা মঙ্গলবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বিজয়। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক আগেই হয়েছেন, প্রথম ব্যাটসম্যান এক হাজার রানে মালিক বনে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ডিপিএলের এবারের মৌসুমে নিজের ১২তম ইনিংসে সাইফ হাসানকে টপকে লিস্ট এ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ রানের মালিক বনে যান বিজয়। মঙ্গলবার ১৪তম ইনিংসে ছাড়ালেন ১ হাজার রানের গণ্ডি। ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন। ৭০ রান করতেই বিজয় ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইলফলক। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন ডানহাতি ওপেনার। বিকেএসপিতে ৬৯ রানে ব্যাটিং করছিলেন বিজয়। রূপগঞ্জ ক্রিকেটার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কভারে পাঠিয়ে ১ রান নিলেন প্রাইম ব্যাংকের ওপেনার। প্রান্ত বদলের আগেই দুই হাত উপরে তুলে উদযাপন শুরু।

৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন। ৭০ রান করলেই ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইলফলক। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন ডানহাতি ওপেনার। তাইতো প্রাপ্তির আনন্দটাও ছিল বাধনহারা। হেলমেটের ভেতর থেকে তার মুখ ভর্তি চওড়া হাসি বোঝা যাচ্ছিল। প্রান্ত বদল শেষে মুষ্টিবদ্ধ হাত দিয়ে শূন্যে ঘুষি ছুঁড়ছিলেন।

এনামুলের ব্যাটে শুরু থেকেই রানের ফোয়ারা। সুপার লিগের আগেই ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে, ৯৭.৯৮ স্ট্রাইক রেটে এনামুলের রান ৭২৮।

সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ২০১৯ সালে সাইফ হাসান ৮১৪ রান করেছিলেন ১৬ ইনিংসে। মঙ্গলবার এনামুল ছাড়িয়ে গেছেন নিজেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App