×

মুক্তচিন্তা

আর্থসামাজিক উন্নয়নে মেধাস্বত্ব আইন প্রয়োগের গুরুত্ব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০১:১৮ এএম

বাংলাদেশ দৃশ্যমান আর্থিক অগ্রগতি তথা স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করার মানসে গণমানুষের যেভাবে মাথাপিছু আয় বৃদ্ধি তেমনি ব্যক্তি পর্যায়ে এবং যৌথভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধিও বেড়েছে। আর এই ব্যবসায়িক প্রবৃদ্ধির মূল নিয়ামক হলো নিজস্ব ব্যবসায়ের পণ্যের ব্যান্ডিং বা মার্কেটিং। বলার অপেক্ষা হলো নিজস্ব ব্যবসায়ের পণ্যের ব্যান্ডিং ব্যবসায়িক কৌশলের মূল নিয়ামক আর যথাযথ আইনি পদক্ষেপ মেনে ট্রেডমার্কস রেজিস্ট্রেশনই উক্ত পণ্যের বা ব্যবসায়ের ভাবমূর্তি ও সুনাম ক্রেতা সাধারণের নিকট অক্ষুণ্ন রাখে। আজ স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও ও কিছু কিছু প্রাকৃতিক কৃষিজাত বা অল্প সংখ্যক ব্যবসায়িক পণ্য ব্যতীত নিজস্ব বিশেষ ব্র্যান্ড বা ওয়েলনোন ব্র্যান্ড নিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক ব্যবসা-বাণিজ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় বা সুস্পষ্ট রূপে তুলে ধরতে পারেনি। তবে আশার বাণী হচ্ছে বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের যুগে এসে আমরা খুব দ্রুততম সময়ে অন্তত অনলাইনে নির্ধারিত ফিস জমা দিয়ে এবং নির্ধারিত ছকে ফরম পূরণ করে ফাইলিং করতে পারি। (WIPO) ওয়াইপো (World Intellcttual Property) কর্তৃক DPDT এবং IFC-এর চুক্তির মাধ্যমে IPAS (Intellectual Property Automation System) সফটওয়্যারের আওতায় ট্রেডমার্কসের সব পুরনো এবং চলতি ফাইল ডাটা ক্যাপচারিং-এ নিয়ে আসা হয়েছে বিধায় খুব অল্প সময়ে ট্রেডমার্কস সার্চ সম্পন্ন করে নিজের প্রস্তাবিত ট্রেডমার্কের সঙ্গে পেন্ডিং বা রেজিস্ট্রিকৃত ট্রেডমার্কের অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারি। একটি পণ্য যখন বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়, গুণগত মানসম্পন্ন ও টেকসই হয় তখন বাজারে উক্ত পণ্যের চাহিদা বেড়ে যায় তখন ওই পণ্যের ট্রেডনেইম বা ব্র্যান্ড নেইম ওই পণ্যের ট্রেডমার্ক হিসেবে পরিচিত পায় এবং এই পণ্যের ক্রেতা সাধারণের নিকট গ্রহণযোগ্যতা পায় এটাই হলো IP Value। পরবর্তী একটা সময় দেখা যায় যে, ট্রেডমার্কের নামে মানুষ ওই নির্দিষ্ট পণ্যটিকে চেনে। যখন এই বহুল পরিচিত ট্রেডমার্কটি বাজারে প্রচুর পরিমাণ বিক্রি হয় তখন উক্ত কোম্পানি বা পণ্যের মালিক যেমন লাভবান হয় তেমনি সরকার ও লাভবান হয়। তখন ওই IP Valueকে নিজস্ব সম্পদ হিসেবে ধরে রাখার ও ব্যবসায়িক প্রসার ও প্রচারের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রয়োজন। ২০০৪ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন অফিস ও ট্রেডমার্কস রেজিস্ট্রিকে একীভূত করে পেটেন্ট, ডিজাউন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) চালু হয়। বর্তমানে অধিদপ্তরের আলাদা আলাদা ৬টি উইংয়ে কার্যক্রম পরিচালনা হচ্ছে। এর ফলে অধিদপ্তরের কার্যক্রমে যেমন গতির সঞ্চার হয় তেমনি বিগত বছরগুলোর তুলনায় ট্রেডমার্কস ফাইলিংয়ের হারও অনেক গুণে বেড়েছে। ২০০১ সাল থেকে ওয়াইপে (World Intellectual Property Organization) ওয়ার্ল্ড ইন্টসেচুয়্যাল প্রোপার্টি অরগানইজেশনের উদ্যেগে প্রতি বছরে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে (বিশ্ব মেধা সম্পদ দিবস) পালিত হচ্ছে। বাংলাদেশও স্বতঃস্ফূর্তভাবে সরকারের সহায়তায় এবং ডিপিডিটির (ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট ডিজাইন এন্ড ট্রেডমার্কস) উদ্যোগে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উক্ত দিবসটি উদযাপন করছে এবং পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশেও এর গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবারের মতো এই বছরও অর্থাৎ ২০২২ সালে বিশ্ব মেধাসম্পদ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘IP and Youth Innovation for a better future’কে সামনে রেখে বাংলাদেশও উক্ত দিবসটি উদযাপন করছে। বর্তমান সময়ে ভোক্তা বা ক্রেতাদের মধ্যে ট্রেডমার্ক বা ট্রেডনেম সমন্ধে সচেতনা লক্ষ করা যায়। ইদানীং আমরা লক্ষ করি যে, ক্রেতা সাধারণরা পণ্যের ট্রেডমার্ক ও গুণগতমানের ওপর ভিত্তি করে বেশি মূল্য দিয়ে হলেও ওই নির্দিষ্ট পণ্য ক্রয় করে। এ থেকে সহজেই বোঝা যায় যে, ব্যবসার ক্ষেত্রে একটা নিবন্ধিত ট্রেডমার্ক কতটুকু জরুরি। আমাদের কৃষি প্রধান দেশ এবং নিজস্ব উৎপাদিত শিল্পের যথাযথ বিকাশ না থাকায় মেধাস্বত্ব এবং তৎসমন্ধীয় আইন এখনো আমাদের জীবন মানে তেমন প্রভাব ফেলতে পারেনি। বর্তমান সরকারের বহুমুখী প্রচেষ্টায় ট্রেডমার্ক সেবাগ্রহীতার সুবিধার্থে ডিপিডিটিতে (ডিপার্টমেন্ট অব পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস) হেল্প-ডেস্ক চালু ও অনলাইন ফাইলিং কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষ মেধাস্বত্ব নিবন্ধন সমন্ধে সচেতন হয়েছে। সরকারের পাশাপাশি সাংগঠনিক পর্যায়ে আরো বেশি সভা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে মেধাস্বত্ব আইন সম্পর্কে ব্যবসায়ীদের আরো বেশি সচেতন করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। নবেন্দু ভট্টচার্য্য লেখক ও আইনজীবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App