কাঁদলেন প্রধানমন্ত্রী, কাঁদলেন ঘর পাওয়া নারী

আগের সংবাদ

জাফর ইকবাল হত্যাচেষ্টা: দুজনের কারাদণ্ড, চারজন খালাস

পরের সংবাদ

ডুমুরিয়ায় গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ , ১২:৫১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৬, ২০২২ , ১২:৫২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ঈদুল ফিতরের আগে আজ ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তার সরকারি গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলায় দুস্হ্য অসহায় হত দরিদ্রদের মাঝে দলিল হস্তান্তর করেন খুলনা জেলা অতিরিক্ত প্রশাসক সার্বিক মো. সাদেকুর রহমান, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার ভূমি মো. মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, আইসিটি অফিসার মো. শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমবায় কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।

রি-এসএমএইচ/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়