×

জাতীয়

বিক্ষোভের মুখে মধ্যরাতে মুক্ত মাঠ রক্ষা আন্দোলনের মা-ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১২:৪৪ এএম

বিক্ষোভের মুখে মধ্যরাতে মুক্ত মাঠ রক্ষা আন্দোলনের মা-ছেলে

মুক্ত হওয়ার পর সৈয়দা রত্মা ও তার ছেলে। ফাইল ছবি

রাজধানীর কলাবাগানের তেতুলতলা মাঠে থানার পক্ষ থেকে দেয়াল তোলার প্রতিবাদ করায় আটক সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে বিক্ষোভের মুখে মুচলেকা নিয়ে কলাবাগান থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র পাল গভীর রাতে জানান, তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না নামে এক নারী ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটকের ১২ ঘণ্টা পর তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

কলাবাগান এলাকার একটি মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে সোচ্চার ছিলেন ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য।

রবিবার সকালে ওই মাঠে ইট-সুরকি ফেলা হলে সেখানে গিয়ে ফেসবুকে লাইভ করেন সৈয়দা রত্না। এক পর্যায়ে সকাল ১১টার দিকে তাঁকে আটক পরে পুলিশ। পরে তাঁর কলেজপড়ুয়া ছেলেকেও ধরে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App