×

জাতীয়

৩৩ হাজার ভূমিহীনকে মঙ্গলবার জমি ও ঘর দেবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০১:৫০ পিএম

৩৩ হাজার ভূমিহীনকে মঙ্গলবার জমি ও ঘর দেবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩২ হাজার ৯০৪ ভূমিহীন পরিবারকে জমি ও ঘর দেবেন। এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এ উপলক্ষে রবিবার (২৪ এপ্রিল) সারাদেশে জেলা ও উপজেলায় ডিসি-ইউএনওরা সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের আগে সেমি-পাকা ঘর ভূমিহীন-গৃহহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এমন পরিকল্পনা ও কর্মসূচী নিয়েই নির্মাণ কাজ করছে আশ্রয়ণ-২ প্রকল্প। এরইমধ্যে অর্ধেক বাড়ি প্রস্তুত হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App