×

আন্তর্জাতিক

ফ্রান্সের নির্বাচন আজ: কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৯:৩২ এএম

ফ্রান্সের নির্বাচন আজ: কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট

ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও মারি লা পেন

ম্যাক্রোঁ নাকি পেন- কে হচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট? সেটা জানা যাবে আজ রবিবার (২৪ এপ্রিল) ভোটের ফলাফলে। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ পর্ব অনুষ্ঠিত হবে।

২০১৭ সালেও এ দুই প্রার্থী রান-অফে লড়াই করেছিলেন। কট্টর ডানপন্থি দলের নেতা মেরি লা পেন তখন রাজনীতিতে ম্যাক্রোঁর মুখোমুখি হয়েছিলেন। সেইবার শেষ পর্যন্ত ম্যাক্রোঁই নির্বাচিত হয়েছিলেন। খবর পলিটিকো ও সিএনএনের।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন দুটি পর্বে হয়ে থাকে। প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ড বা রান-অফে অংশ নিতে হয়। প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী রান-অফে অংশ নিতে পারেন। গত ১০ এপ্রিল প্রথম রাউন্ডের ভোটে ১২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই পর্বে ম্যাক্রোঁ এবং লা পেন সবচেয়ে বেশি ভোট পান। কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আজ তারা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেবেন। সিএনএন অনুমোদিত বিএফএম টিভির এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ ভোটার তাদের দুই জনের মধ্যে ম্যাক্রোঁকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App