×

জাতীয়

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০১:৩৯ পিএম

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

শনিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি শুরু হলে ব্যাপক জনসমাগম দেখা যায়। ছবি: ভোরের কাগজ

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

বাঁয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের প্রায় ৪২ হাজার টাকাসহ মানিব্যাগ ও দুটি মোবাইল চুরি হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুর একটার দিকে তিনি যখন সাংবাদিক সঙ্গে যখন ঈদ টিকিট নিয়ে কথাবার্তা বলছিলেন। এসময় তার সিটের পেছন থেকে একজন টুপি-পাঞ্জাবি পরা এক লোক ওয়ালেটসহ একটি স্যামসাং ও একটি সরকারি চাইনিজ মোবাইলসহ মানিব্যাগ নিয়ে চলে যায়।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, একজন মধ্যবয়সী লোক মাথায় সাদা টুপি ও গায়ে সাদা পাঞ্জাবি পরা, তিনি মোবাইলসহ ও মানিব্যাগ নিয়ে দ্রুত পায়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন। ওই মানিব্যাগে প্রায় ৪২ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন মাসুদ সারওয়ার। এসময় সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীকে চুরি যাওয়া টাকা ও মোবাইল খুঁজতে অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল হক বলেন, মোবাইলসহ টাকা চুরির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। মোবাইলটি উদ্ধারে ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App