×

আন্তর্জাতিক

মারিউপোলের পতনের পেছনে তথ্য-প্রমাণ নেই: বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১০:২০ এএম

মারিউপোলের পতনের পেছনে তথ্য-প্রমাণ নেই: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মারিউপোলের পতনের পেছনে কোনো তথ্য-প্রমাণ নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মারিউপোল দখলের খবর আসার পর তিনি একথা বলেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল শহরের পতনের দাবি করলেও শতাধিক ইউক্রেনীয় সেনা মারিউপোলের একটি ইস্পাত কারখানায় এখনও অবরুদ্ধ আছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও জার্মানিভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, মারিউপোল শহরে অবস্থিত আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামে ওই ইস্পাত কারখানায় ৫০০ আহত সেনা এবং কয়েক শ’ বেসামরিক নারী-পুরুষ আশ্রয় নিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের দুই দফা আত্মসমর্পণের আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে ‘বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন’ জানিয়েছেন ইউক্রেনীয় নৌবাহিনীর কমান্ডার মেজর শেরহিই ভোলায়না।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত আরও ৮০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App