×

শিক্ষা

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন না শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৯:৫৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭ সাল থেকে স্নাতকে ভর্তির জন্য দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পান না শিক্ষার্থীরা। ডিনস কমিটির এক সভায় দ্বিতীয়বার পরীক্ষা না নেয়ার আগের সিদ্ধান্তই বহাল রাখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ডিনস কমিটির ওই সভায় সিদ্ধান্ত হয়, ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তারাই কেবল এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পাশাপাশি মানোন্নয়নের মাধ্যমে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও স্নাতক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে ডিনস কমিটির সভা শুরু হয়। ওই সভার সভাপতিত্ব করেন উপাচার্য শিরীণ আখতার। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন।

সভা শেষে এস এম আকবর হোছাইন বলেন, ভর্তি পরীক্ষার নিয়মকানুনে বড় পরিবর্তন আসবে না। গতবারের নিয়মে এবারও পরীক্ষা হবে। তবে পরীক্ষা পদ্ধতি, আবেদনের যোগ্যতা, পূর্ণাঙ্গ সূচি সম্পর্কে পরের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। সর্বশেষ ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা সবাই ২০২০ সালে উচ্চমাধ্যমিক পাস করেছেন।

এর আগে ৪ এপ্রিল অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। সূচি অনুযায়ী আগামী ১৬ আগস্ট পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ আগস্ট।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। আসন রয়েছে চার হাজার ৯২৬টি। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে এক হাজার ২১২টি, বি ইউনিটে এক হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি, ডি ইউনিটে এক হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি-১ ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App