×

আন্তর্জাতিক

কমলা হ্যারিস-জাকারবার্গসহ ২৯ জনকে রাশিয়ার নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১২:১৬ এএম

কমলা হ্যারিস-জাকারবার্গসহ ২৯ জনকে রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছবি: ভোরের কাগজ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৯ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ওই সংবাদমাধ্যম জানায়, এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না ওই ২৯ জন। এ নিষেধাজ্ঞা তালিকায় আরও রয়েছেন- লিংকডইনের প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কি, কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রোনাল্ড ক্লেইন, পেন্টাগনের মুখপাত্র জন কিরবিসহ আরও অনেকে।

এর আগেও কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও রয়েছেন। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App