×

জাতীয়

ঈদযাত্রা: রাত থেকে টিকেটের অপেক্ষায় ট্রেনযাত্রীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১১:৪৮ এএম

ঈদযাত্রা: রাত থেকে টিকেটের অপেক্ষায় ট্রেনযাত্রীরা
ঈদযাত্রা: রাত থেকে টিকেটের অপেক্ষায় ট্রেনযাত্রীরা

ঈদের আগে ট্রেনের টিকেটের জন্য রাজধানীর কমলাপুরে অপেক্ষায় ঘরমুখো যাত্রীরা। ছবি: ভোরের কাগজ

স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রায় ট্রেনই নিরাপদ বাহন। ঈদের অগ্রিম টিকেট পেতে একদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন ঘরমুখো যাত্রীরা।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী ও দিনাজপুরের টিকেটের লাইনে দাঁড়ানো শুরু হয়েছে ১২ থেকে ১৫ ঘণ্টা আগে। এমনকি লাইনে দাঁড়িয়েই সেহেরি সেরেছেন অনেক যাত্রী। কেউ আবার শুয়ে বসে অলস সময় কাটাচ্ছেন।

ঈদের টিকেট বিক্রি শুরুর দিন শুক্রবার ভোরে কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন রুটের যাত্রীরা কেউ লাইনে দাঁড়িয়ে আছেন, আবার কেউ বসে আছেন। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে।

এদিকে, ২৬ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ২২ এপ্রিল। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে।

আন্তঃনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App