×

সম্পাদকীয়

নিউমার্কেটে সংঘর্ষ : দায়ীদের ছাড় নয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২:৪১ এএম

নিউমার্কেটে সংঘর্ষ : দায়ীদের ছাড় নয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাজধানীর নিউমার্কেট এলাকা ব্যবসায়ী-দোকান কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল মঙ্গলবার। এদিন সকাল থেকে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিউমার্কেট এলাকায় মার্কেট ও ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য নিয়ন্ত্রণ নিয়েই বিভিন্ন সময় বারবার এ ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দাম চাওয়া নিয়েও ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডার অভিযোগ রয়েছে। মঙ্গলবারের ঘটনাটিও আলাদা কিছু নয়। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। অপরাধীরা চিহ্নিত হোক। দায়ীদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। জানা গেছে, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় ব্যবসায়ীদের অন্তর্দ্ব›েদ্বর কারণেই। অনেক ব্যবসায়ী শিক্ষার্থীদের খাবারের বিল না দেয়ার বিষয়টি সামনে আনলেও ইফতারসামগ্রী বিক্রির জন্য টেবিল বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে গত শুক্রবার মনোমালিন্য সৃষ্টি হয় একই মালিকের দুই ফাস্টফুড দোকানের মধ্যে। তারাই প্রভাব খাটাতে ঢাকা কলেজ ছাত্রলীগের বেশকিছু সদস্যকে ডেকে আনে। তারা ব্যবসায়ীদের ওপর চড়াও হলে ব্যবসায়ীরাও তাদের মারধর করে। এরপর ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে সত্য ঘটনা আড়াল করে বিষয়টি অন্যভাবে উপস্থাপন করলে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে নিউমার্কেটের আশপাশের মার্কেটের ব্যবসায়ীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সিসিটিভি ফুটেজ এসেছে বিভিন্ন গণমাধ্যমের হাতে। সংঘর্ষে আহত কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হাসান (২০) চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজে মারা যান। এছাড়া ৯ জন গণমাধ্যমকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা মানতে নারাজ ঢাকা কলেজ শিক্ষার্থীরা। পুলিশ বলছে, নিউমার্কেট এলাকার বিপণিবিতান ও ফুটপাতকেন্দ্রিক বড় অঙ্কের চাঁদাবাজির সঙ্গে ঢাকা কলেজের একশ্রেণির শিক্ষার্থী জড়িত। মূলত চাঁদাবাজি ও আধিপত্য নিয়ন্ত্রণ নিয়েই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বারবার এখানকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। সময় এসেছে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার। ঈদ আসন্ন। ঈদকে কেন্দ্র করে বেচাকেনার সময় এখন। এর মধ্যে এমন ঘটনা অনাকাক্সিক্ষত। প্রায় দুই বছর করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঈদ সামনে রেখে বেচাকেনা নিয়ে মহাব্যস্ত ছিলেন। এ সময় একেবারেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনাটিকে নিয়ে নানা প্রশ্ন তুলছেন অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা অথবা ঢাকা কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা এ ঘটনা দ্রুত থামাতে তেমন কোনো কার্যকর উদ্যোগ নিলেন না কেন? এমন প্রশ্নও সামনে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি করা হবে। আমরাও চাই সত্য ঘটনা বেরিয়ে আসুক। অপরাধীরা শাস্তি পাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App