সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার থেকে। মোট তিন ধাপে এ পরীক্ষা হবে। প্রথম ধাপ শুক্রবার (২১ এপ্রিল), দ্বিতীয় ধাপ ২০ মে এবং শেষ ধাপের পরীক্ষা ২৭ মে‘র পরিবর্তে অনুষ্ঠিত হবে ৩ জুন।
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কারণে এর শেষ ধাপের পরীক্ষা ৩ জুন নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষাতেও অংশ নেবে। তাই পরীক্ষা পেছানো হয়েছে।
প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।