×

সাহিত্য

গবেষক ও লেখক এম আর মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৪:৪৯ পিএম

গবেষক ও লেখক এম আর মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ

এম আর মাহবুব

ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক, ভাষা আন্দোলনের গবেষক ও লেখক এম আর মাহবুবের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এম আর মাহবুব ১৯৬৯ সালে ১৫ অক্টোবর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর আহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা সিটি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা ও সাংবাদিকতার মধ্যে দিয়ে। ছাত্র-জীবন থেকেই তিনি ভাষা আন্দোলন সৈনিকদের সঙ্গে জড়িত থেকে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে ৫৬টি বই প্রকাশিত হয়েছে।

তার মধ্যে সংবাদপত্রে ভাষা আন্দোলন ১৯৪৭-১৯৫৬, একুশের ডাইরি, একুশের নেপথ্য কথা, আজিমপুরের ভাষা আন্দোলন, নরসিংদীর ভাষা আন্দোলন, একুশে যত প্রথম এবং যারা অমর ভাষাসংগ্রামী উল্লেখযোগ্য। তিন দশকেরও বেশি ধরে তিনি ভাষা আন্দোলনের ইতিহাস চর্চা ও শেকড় সন্ধানী গবেষণায় যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।

২০২০ সালে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও একমাত্র মেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App