×

সারাদেশ

প্রতারণা রোধে সক্রিয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৪:৩৪ পিএম

প্রতারণা রোধে সক্রিয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

ঝিনাইদহে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে গত দুই মাসে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার ও বিকাশ প্রতারণারে এক লক্ষ ২০ হাজার টাকা মূল প্রাপককে ফেরত দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি ডা. খন্দকার মহিদ উদ্দিনের নির্দেশনায় ঝিনাইদহ জেলায় একটি সাইবার ক্রাইম ইউনিট গঠিত হয়।

এই ইউনিটটি সাইবার অপরাধ দমনে সাইবার অপরাধ সম্পর্কিত বিভিন্ন কাজ করে থাকে। তারই অংশ হিসেবে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশনায় গত দুই মাসে (মার্চ ও এপ্রিল) চুরি হওয়া ও হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া বিকাশে প্রতারণা বাবদ নগদ এক লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাঈদসহ সাইবার ক্রাইম ইউনিটের  সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App