×

অপরাধ

নড়াইলে গরু নিয়ে বিরোধের সালিশ চলাকালে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১২:৪২ পিএম

নড়াইলের ভাটিয়া গ্রামে গরু নিয়ে বিরোধের সালিশ চলাকালে ইমাম হাসান রাজু নামে একজন নব্য মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি হলেন ভাটিয়া গ্রামের বাসিন্দা হরিপদ বিশ্বাসের ছেলে রাজু। সোমবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ভাগে গরু পালন করা নিয়ে পার্শ্ববর্তী গোলাম রসুলের ছেলে জুয়েল রানার সঙ্গে সোমবার দুপুরে ইমাম হাসান রাজুর পরিবারের ঝগড়া হয়। একপর্যায়ে ঝগড়া চরমে পৌঁছালে দুই পরিবারকে নিয়ে বিকেলে ভাটিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। সালিশ চলাকালে উত্তেজিত হয়ে বড় ছুরি দিয়ে রাজুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান জুয়েল রানা।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ শফিক তমাল বলেন, হাসপাতালে আনার আগেই ভিকটিম মারা গেছে। বুধবার ময়নাতদন্ত করে রিপোর্ট দেয়া হবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ চলছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে হত্যা মামলা রুজু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App