রাজধানীর নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের পর সোমবার ভোর চারটার দিকে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণে মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। সব শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকতে হবে।
এদিকে, ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপে মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিত হয়ে ব্যবসায়ী ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভের নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ শুরু করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।