রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের ছাত্রদের অবরোধ ভেঙে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে সংঘর্ষ শুরুর ৫ ঘণ্টা পর দুপুর একটার দিকে ঘটনাস্থলে আসে তারা। পরে দুপুর একটা ২৫ মিনিটের দিকে টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে পুলিশ।
এসময় পুলিশের জলকামান ঢাকা কলেজের দিকে অগ্রসর হয়। পাশাপাশি মিরপুর সড়ক থেকে ব্যবসায়ী ও হকারদের সরিয়ে দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ১২টার দিকে কেনাকাটা নিয়ে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল আটটা থেকে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদিকে ঢাকা কলেজের ছাদ থেকে নিউমার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।