×

জাতীয়

শুভেচ্ছা কার্ডের ছবির শিল্পী শিশুদের সম্মানী দিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৭:৫১ পিএম

শুভেচ্ছা কার্ডের ছবির শিল্পী শিশুদের সম্মানী দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের আঁকা ছবি সম্বলিত শুভেচ্ছা কার্ড

শুভেচ্ছা কার্ডের ছবির শিল্পী শিশুদের সম্মানী দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের আঁকা ছবি সম্বলিত শুভেচ্ছা কার্ড ও প্রধানমন্ত্রী

শুভেচ্ছা কার্ডের ছবির শিল্পী শিশুদের সম্মানী দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের আঁকা ছবি সম্বলিত শুভেচ্ছা কার্ড

বিগত কয়েক বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পহেলা বৈশাখ ও ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের আঁকা ছবি ব্যবহার হয়েছে। বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডে ১৫ জন ও ঈদুল ফিতরের কার্ডে ১১ শিশুর আঁকা ছবি ব্যবহার হয়েছে। এই ২৬ অটিস্টিক শিশুর প্রত্যেককে সম্মানী বাবদ এক লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। সোমবার (১৮ এপ্রিল) তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এমন তথ্য জানান।

ইমরুল কায়েস ফেসবুক পোস্টে লিখেছেন, এবার বঙ্গাব্দ-১৪২৯ উপলক্ষ্যে এরকম ১৫জন এবং-২০২২ ঈদুল ফিতর উপলক্ষ্যে ১১জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর আঁকা ছবি প্রধানমন্ত্রী তার অফিশিয়াল শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন। নির্বাচিত ছবির প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা ফি বাবদ ১ লাখ টাকা করে দেয়া হয়।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে ঈদুল ফিতর, ঈদুল আযহা, বাংলা ও খ্রিস্টীয় নববর্ষের মতো উৎসবগুলিতে সারাদেশ থেকে সংগৃহীত অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা বিভিন্ন ছবি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে আসছেন।

জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সামরিক/বেসামরিক সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধান, এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশের রাষ্ট্র প্রধান/সরকার প্রধানদের নিকট অটিস্টিক/প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি সম্বলিত এই শুভেচ্ছা কার্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়ে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App