×

আন্তর্জাতিক

লকডাউন ঘোষণার পর চীনের সাংহাইয়ে করোনায় ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৯:২৮ এএম

লকডাউন ঘোষণার পর চীনের সাংহাইয়ে করোনায় ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

লকডাউন ঘোষণার পর চীনের সাংহাইয়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সেখানে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। এর মধ্যেই এর মধ্যে করোনায় মৃত্যুর খবর দিল সাংহাই কর্তৃপক্ষ। নতুন করে লকডাউন ঘোষণার পর একদিনে মৃত্যু হলো তিনজনের। খবর আনন্দবাজার পত্রিকার।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা ধরনে শনাক্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর হার তুলনামূলক কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তা উদ্বেগজনক। সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিনের নবজাতক থেকে শুরু করে শতবর্ষী বৃদ্ধ, কেউ ওমিক্রন থেকে রক্ষা পাচ্ছেন না।

গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুইজনের করোনায় মৃত্যুর খবর আসে। এর কিছুদিনের মধ্যে কঠোর লকডাউনের পথে হাঁটে সাংহাই কর্তৃপক্ষ। এরপর প্রথমবারের মতো একসঙ্গে তিনজনের মৃত্যুর খবর এলো। মৃতদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে।

এ পরিস্থিতিতে কঠোর লকডাউন জারি রাখছে সাংহাই কর্তৃপক্ষ। অন্যদিকে, বেশ কিছু আবাসনকে ‘সেফ হোম’ করা নিয়ে জনসাধারণের ক্ষোভও বাড়ছে। আড়াই কোটি সাংহাইবাসীর পর্যায়ক্রমে করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ। তবু সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App