×

সারাদেশ

সরিষাবাড়ী ইউএনও অফিসে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০১:০২ পিএম

সরিষাবাড়ী ইউএনও অফিসে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

রবিবার সকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: ভোরের কাগজ

সরিষাবাড়ী ইউএনও অফিসে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

রবিবার সকালে পুড়ে ছাই হয়ে গেছে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র। ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের পর জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[caption id="attachment_345321" align="aligncenter" width="1600"] রবিবার সকালে পুড়ে ছাই হয়ে গেছে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র। ছবি: ভোরের কাগজ[/caption]

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।কমিটির সদস্যরা হলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার সকাল ৭টায় হঠাৎ বাইরে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সমস্ত কিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সকাল ৭টা ১২ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী অফিসারের রুমটিতে আগুনে জ্বলছিল, কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এখনো আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App