×

সারাদেশ

বাঁধ উপচে টাঙ্গুয়ার ১০ হাওরে প্রবেশ করছে ঢলের পানি (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০২:৪২ পিএম

বাঁধ উপচে টাঙ্গুয়ার ১০ হাওরে প্রবেশ করছে ঢলের পানি (ভিডিও)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর রক্ষা বাঁধের উপর দিয়ে পাহাড়ি ঢলের পানি পার্শ্ববর্তী খাউজ্জাউরী, নয়হাল, গলগলিয়া, ফানা, কাউয়ারখালে নামছে। এছাড়াও মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আইন্যা, কলমা ও শলদিঘা হাওরে পানি ধেয়ে আসছে। এর ফলে দুই উপজেলার ছোট বড় ২০টি হাওরের প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাবে।

রবিবার (১৭ এপ্রিল) সকাল থেকে পানির এ প্রবাহ শুরু হয়।

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড সিলেটের তত্তাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির ও স্থানীয় জনপ্রতিনিধিগণ হাওরে অবস্থান করে ফসল রক্ষার জন্যে প্রাণপণ চেষ্টা করছেন।

https://www.youtube.com/watch?v=US3eThvicr8  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App