×

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ৩ হাজার ইউক্রেনীয় নিহত: জেলেনস্কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৫ এএম

রাশিয়ার হামলায় তিন হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৬ এপ্রিল) তিনি আরও দাবি করেন, রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে অন্তত ১০ হাজারের বেশি বেসামরিক লোক আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, তবে জেলেনস্কির এ দাবি কতটুকু সত্য তা সঠিকভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি।

এর আগে তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাশিয়ার হামলায় আড়াই হাজার থেকে তিন হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। তখন তিনি রাশিয়ার পারমাণবিক হামলার বিষয়ে বিশ্বকে সতর্ক করেছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। এরপর একের পর এক শহর দখল করতে থাকে দেশটি। তবে ইউক্রেনও বেশ কয়েকটি শহর পুনর্দখল করেছে বলে দাবি করেছে। গত বুধবার কৃষ্ণসাগরে ইউক্রেনে হামলায় নেতৃত্ব দেয়া ‘মস্কোভা’ নামে ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরীতে আগুন ধরে যায়। শুক্রবার জাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসময় ইউক্রেনীয় বাহিনীর হামলায় জাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে ইউক্রেন।

পড়ুন : কৃষ্ণসাগরে ডুবল রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App