×

জাতীয়

মোরশেদের ইফতার পর্যন্ত বাঁচার আকুতি শোনেনি আসামিরা: র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৩:১৪ পিএম

মোরশেদের ইফতার পর্যন্ত বাঁচার আকুতি শোনেনি আসামিরা: র‌্যাব

মোরশেদ

আসামিরা মোরশেদের ইফতার পর্যন্ত বাঁচার আকুতি শোনেনি বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে টেকনাফ থেকে পাঁচজনকে গ্রেপ্তারের পর এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক।

র‍্যাব সূত্রে জানায়, মোরশেদকে পিটিয়ে হত্যা করে গ্রেপ্তারকৃত এ আসামিরা। আসামিরা হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে মোরশেদ বলেন, এখন ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই আমায় মেরো। কিন্তু আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।

র‍্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, আসামিরা টেকনাফ থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছেন- এমন খবরে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেন।

গত ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ ইফতারি কেনার জন্য চেরাংঘর স্টেশনে বের হলে কুপিয়ে আহত করা হয়। পরে রাত আটটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App