×

জাতীয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০২:১০ পিএম

প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে ‘অধিকারবঞ্চিত বেকারসমাজ’ নামের ব্যানারে মানববন্ধন করেন চাকরিপ্রার্থীদের একাংশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। ২২ এপ্রিল শুরু হতে যাওয়া এ নিয়োগ পরীক্ষা বন্ধেরও দাবি জানান তারা।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অধিকারবঞ্চিত বেকারসমাজ’ নামের ব্যানারে মানববন্ধন করেন চাকরিপ্রার্থীদের একাংশ। মানববন্ধনে তারা জানান, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে (প্রথম থেকে ১৩তম গ্রেড) প্রবেশে সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবিধানেও নিয়োগবৈষম্য করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা আছে। অথচ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বিশেষ বিধান সংযুক্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংবিধানের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App