×

আন্তর্জাতিক

পাকিস্তান সেনাবাহিনীর সুরেই কথা বললো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১০:৩৮ পিএম

পাকিস্তান সেনাবাহিনীর সুরেই কথা বললো যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস

ইমরান খান সরকার উৎখাতে ‘বিদেশি ষড়যন্ত্রের’ দাবি উড়িয়ে দেওয়া পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখারের মতের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ এপ্রিল) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, একদিন আগে আইএসপিআর-এর মহাপরিচালক যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে একমত যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইমরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে বা ষড়যন্ত্রে জড়িত ছিল এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।

অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরানের তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেন নেড প্রাইস বলেন, যেসব অভিযোগ সামনে আনা হয়েছে তার কোনো সত্যতা নেই।

তিনি বলেন, আমরা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাসহ সাংবিধান ও গণতান্ত্রের শান্তিপূর্ণ নীতিকে সমর্থন করি। পাকিস্তানে হোক বা বিশ্বের অন্য কোথাও হোক আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App