×

আন্তর্জাতিক

ইলনের প্রস্তাবে আতঙ্কিত না হতে অনুরোধ টুইটারের প্রধান নির্বাহীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১২:৪০ পিএম

ইলনের প্রস্তাবে আতঙ্কিত না হতে অনুরোধ টুইটারের প্রধান নির্বাহীর

প্রতীকী ছবি

ইলন মাস্কের পুরো টুইটার কিনে নেয়ার প্রস্তাবে কর্মীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন সামাজিক মাধ্যমটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। বৃহস্পতিবার এক বৈঠকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, টেসলা নির্বাহীর জন্য টুইটার ‘জিম্মি’ হয়ে থাকবে না। তাই এ বিষয়ে আতঙ্কিত না অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বলা হয়েছে, সম্প্রতি টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরকে এক চিঠিতে পুরো টুইটার কিনে নেয়ার প্রস্তাব দেন। এসময় টেসলা প্রতিষ্ঠাতা সামাজিক মাধ্যমটি কেনার জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেয়ার প্রস্তাব করেন।

পড়ুন : পুরো টুইটার কিনে নিতে চান ইলন মাস্ক, চেয়ারম্যানকে চিঠি

এ বিষয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে লেখা চিঠিতে ইলন মাস্ক জানান, যদি তিনি পুরো টুইটারের মালিকানা না কিনতে পারেন, সেক্ষেত্রে এর যে শেয়ার কিনেছেন সেটিও তিনি ভেবে দেখবেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App