×

জাতীয়

সরকারবিরোধী প্রপাগান্ডা থেকে তথ্য নিয়েছে মার্কিন মানবাধিকার প্রতিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৪৯ পিএম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনের সত্যতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘প্রতিবেদনটিতে সরকারবিরোধী প্রপাগান্ডা থেকে তথ্য নেওয়া হয়েছে। আগামী রবিবার এবং তারপর মার্কিন সরকারের সঙ্গে আমাদের যে ধারাবাহিক বৈঠক আছে, সেখানে এই প্রতিবেদন নিয়ে কথা বলা হবে। প্রতিটি বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাইব। আমাদের অবস্থান কী তা-ও তাদের জানাবো।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ পর্যন্ত যা দেখা হয়েছে তাতে মনে হয়েছে, রোহিঙ্গা ইস্যুটিও ভুলভাবে মার্কিন প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ‘এলজিবিটিদের (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার)’ জন্য বাংলাদেশে আইন নেই এবং বাংলাদেশ তাদের প্রয়োজন মেটাতে পারছে না-প্রতিবেদনের এই অংশের বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী। পৃথিবীর এমন একটি মুসলিম দেশ দেখান, যারা এলজিবিটিকে অনুমোদন দেয়। এটা বাংলাদেশের মানুষের সঙ্গে বিরোধিতা করা হবে, ধর্মের সঙ্গে বিরোধিতা করা হবে। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলার ইতিহাসও এখানে নিয়ে আসা হয়েছে। তাকে রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দি নন। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেওয়া হয়েছে।’

রোহিঙ্গাদের বিষয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকজন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নৌকা ডুবে মারা গেছে। এটাও কি আমাদের দোষ? আমাদের ঘাড়ে এ দোষ চাপানো হয়েছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রশ্নে পৃথিবীর কেউ যদি আমাদের মানবিকতা শেখাতে আসে, আমাদের মনে হয়, তাদের নৈতিক স্খলন হয়েছে।’

যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই-বাছাই করে মানবাধিকার প্রতিবেদন তৈরি করা হয়। এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো নীতিগত অবস্থানপত্র নয়। তবে এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সরকার ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এক বার্তায় বলেছেন, ‘মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হব, সে সম্পর্কে সততার সঙ্গে কথা বলতে হবে। মানবাধিকার পরিস্থিতির অগ্রগতি শুরু হয় তথ্য দিয়ে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App