×

আন্তর্জাতিক

মধ্যরাতের আদালত নিয়ে প্রশ্ন ইমরান খানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১১:১৯ এএম

মধ্যরাতের আদালত নিয়ে প্রশ্ন ইমরান খানের

বুধবার রাতে পেশাওয়ারে এক জনসভায় পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মধ্যরাতের আদালত নিয়ে প্রশ্ন তোলেন।

মধ্যরাতের আদালত নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৩ এপ্রিল) রাতে পেশাওয়ারে এক জনসভায় তিনি বলেন, আমি কি অপরাধ করেছি যে আমার বিরুদ্ধে আপনারা মধ্যরাতে আদালতে বিচার বসালেন? আমি কখনোই সাধারণ মানুষকে উস্কানি দিইনি। খবর জিও টিভির।

এর আগে গত ৩ এপ্রিল অনাস্থা প্রস্তাবের ভোটাভুটির দিন সাবেক ডেপুটি স্পিকার কাসেম খান সুরি পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ভেঙে দেন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেন। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক আদেশে জানান, জাতীয় পরিষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক। এরপর আবার জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ১৭৬ জন সদস্য ভোট দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App