ভারতের কলকাতার শিল্পী নচিকেতার সুরে প্রথমবারের মতো গান গেয়েছেন ‘কবিতা পড়ার প্রহর’ গানের জন্য খ্যাতি পাওয়া সামিনা চৌধুরী। গানের শিরোনাম- ‘একটুখানি কষ্ট দিতেও’।
গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। কথাগুলো এমন- একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাধে/তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে। নচিকেতার সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উন্মুক্ত হয়েছে জুটি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইউটিউবে গানটি শুনেছেন ৩৬২ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।