×

জাতীয়

শাহবাজ শরীফকে শেখ হাসিনার অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১২:৫৯ পিএম

শাহবাজ শরীফকে শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) তিনি অভিনন্দন জানান। এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তা নিরসনে নিজেদের স্বার্থে সব দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা করছি।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানান।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর শাহবাজ শরিফ গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদিন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদের ১৭৪ জন সদস্য শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেননি কেউ। এই ১৭৪ জনই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App