×

স্বাস্থ্য

মাসে ২১১৩ রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছে ইনসাফ বারাকাহ হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৪:০৭ পিএম

মাসে ২১১৩ রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছে ইনসাফ বারাকাহ হাসপাতাল

ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল। ১০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ক্যাম্পেইনে ২ হাজার ১১৩ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

এসময় ১ হাজার ৯৮০ জন রোগীর কিডনি সম্পর্কিত ইউরিন আর/ই ও সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ফ্রি করা হয়। ১৮৮ জনের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। ৯০০ জন রোগী প্যাকেজে পরীক্ষা-নিরীক্ষায় করেন। পাঁচজন হতদরিদ্র গরিব শিশুর প্রসাবের রাস্তায় জন্মগত ক্রটির অপারেশন ও পাঁচজন রোগীর প্রোস্টেট অপারেশন বিনামূল্যে করা হয়। পাঁচজন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি চলমান রয়েছে।

এছাড়াও ২১২ জন রোগীর ডেন্টাল চেক-আপ ফ্রি করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে কিডনি সম্পর্কিত সচেতনতামূলক ৪০ হাজার লিফলেট বিতরণ ১০ হাজার পোস্টার লাগানো ও ব্যানার প্রদর্শন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরূল ইসলাম বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়।

মাসব্যাপী কর্মসূচিতে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। এসময় আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন প্যাকেজে হেলথ চেকআপ করা হয়। রাজধানীর মগবাজারে অবস্থিত চিকিৎসাকেন্দ্রটি এই জনকল্যাণকর কাজ বিগত কয়েক বছর ধরে করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরূল ইসলাম ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App